ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

635406_18

সমগ্র পশ্চিম ইউরোপে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে অনুষ্ঠিত ওই র‌্যালিতে অংশ নেয়া ব্যক্তিরা করোনার টিকা নেয়ার প্রয়োজনীয়তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। ফ্রান্স সরকার ভ্যাকসিন না নেয়াদের বিভিন্ন অধিকারের ওপর বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা করেছে। এ কারণে ভ্যাকসিন গ্রহণ না করা এক লাখের বেশি ব্যক্তি দেশটিতে বিক্ষোভ করেছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভকারীরা প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল, সত্য ও স্বাধীনতা। এছাড়া অনেক প্ল্যাকার্ডে লেখা ছিল ভ্যাকসিন পাশের বিরুদ্ধে না বলুন।

শুক্রবার ফ্রান্সে একদিনে করোনা আক্রন্তর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশ হয়েছে যাতে বলা হয়েছে, বাইরে খেতে যাওয়া, ভ্রমণ, আন্তঃনগর ট্রেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে হলে পূর্ণাঙ্গ ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন যে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করবেন যে যারা ভ্যাকসিন নেননি তারাও এটা গ্রহণ করতে বাধ্য হবেন।এরপরেই বিক্ষোভ করতে শুরু করেন ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিরা। এ ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি ব্যক্তি অংশ নেন। প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের অনেকেই মাস্ক পরেননি।

সূত্র : নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর