দেশে করোনা সংক্রমন ছাড়াল ৮২ লক্ষের গন্ডি, এখনও অধরা প্রতিষেধক, স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201102-WA0007

এনবিটিভি ডেস্ক: দেশে করোনা সংক্রামিতের লেখচিত্র ইতিমধ্যেই ৮২ লক্ষের গন্ডি পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৩০ জন। এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮২ লক্ষ ২৯ হাজার ৩১৩ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লক্ষ ৬১ হাজার ৯০৮ জন। রবিবারের চেয়ে ৮ হাজার ৫৫০ জন কম।

এদিকে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৯৬ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন ১ লক্ষ ২২ হাজার ৭০৬ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৫ লক্ষ ৪৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন।
এদিকে, করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, মাস্ক ব্যবহার না করলে রাস্তা ঝাঁট দিতে হচ্ছে মহারাষ্ট্রে। রাজস্থানে মাস্ক বাধ্যতামূলক করে আইন করছে সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর