ইসলামাবাদেই আছেন দাউদ ইব্রাহিম মেনে নিল পাকিস্তান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200823-WA0031

এনবিটিভি ডেস্ক: করাচিতেই দাউদ, আন্তর্জাতিক চাপের মুখে এতদিনে মানল পাকিস্তান। ১৯৯৩ এ বোম্বাইয়ে ঘটে যাওয়া বিস্ফোরণের পিছনে দাউদের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন তথ্য সামনে এনেছে ভারত সরকার। শুধু তাই নয় এই রিপোর্ট গুলি পাকিস্তানকে দিয়ে তাদেরকে সতর্ক করেছে ভারত ও দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্যও পাকিস্তানকে চিঠি পাঠায় ভারত। কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো সদুত্তর আসেনি। তারা মানতেই চায়নি।
কিন্তু কখনও দাউদকে দেখা গেছে গ্যালারিতে, কখনও বা পুরানো ছন্দে কোনো পার্টিতে।

সূত্রের খবর আন্তর্জাতিক এফএটিএফ পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ২০১৯ সালে। চাপের মুখে পড়ে ইমরানের খানের সরকার প্রায় ৮৮ টি জঙ্গি সংগঠনের নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের ব্যাংক আকাউন্ট সিল করার নির্দেশ দেয়।দাউদের সঙ্গে নাম জড়িয়ে পড়ে হাফিজ সঈদ ও মামুদ আজহারের। ইমরান খানের সরকার স্বীকার করে নেয় দাউদ পাকিস্তানেই আছে। এবার কি তাহলে ভারতের হাতে প্রখ্যাত এই ডনকে তুলে দেবে পাকিস্তান?

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর