কবিতা : ফেরুয়ারি ও বর্তমান সমাজ ; সাইফুল্লা লস্কর

ফেরুয়ারির আঙিনায়
বেপরোয়া বেহায়াপনায়
অবাধ অশ্লীলতায়
প্রলোভন প্রবঞ্চনায়
যন্ত্রণা যাতনায়
আশা হতাশা হিনমন্যতায়
সভ্যতা সংস্কৃতির ধ্বংসলীলায়
অগ্রগামী যুবসমাজের উন্মত্ততায়
নয়া অশালীনতার বর্বরতায়
হারানো মোদের সৃজনশীলতায়
আছে কি নিহত কোনো কল্যাণ?
আছে কি গুপ্ত কোনো সম্মান?
কোনো পথে আজ মোরা?
কোন দিশায় অগ্রগামী ধরা?
কি এসবের পরিনাম?
কি হবে এর আঞ্জাম?
কিসের আশায় হারাবো মোরা
ফেলে আসা সোনালী দিন সারা?
কিসের ভরসায় মেতেছি মোরা?
লক্ষ্য কি অপসংস্কৃতি আমদানি করা?
ধর্ষণ বিরোধিতা কি শুধুই নয় প্রহসন?
যখন স্বেচ্ছায় উৎযাপন করি এই নিপীড়ন?

Latest articles

Related articles