গরুর মাংস পাচার সন্দেহে মুসলিম যুবককে বেধড়ক মারধর, আটক চার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আক্রান্ত যুবক।
আক্রান্ত যুবক।

 এনবিটিভি ডেস্কঃ ভোটের ফলাফলের পরে আবারও শুরু গো-রক্ষকদের তাণ্ডব। উত্তরপ্রদেশে গরুর মাংস পাচার সন্দেহে ভ্যান চালককে বেধড়ক মারধোরের অভিযোগ চারজনের বিরুদ্ধে। পরে লাঞ্ছিত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। চালকের সহযোগী মনে করে অভিযুক্তরা আরো দুইজনকে মারধর করে।

উল্লেখ্য, রবিবার রাতে আমির ট্রাকে “গরুর মাংস পাচার” সন্দেহে কিছু স্থানীয় এবং গো-রক্ষক কমিটির সদস্য বাড়ির মধ্য বেধড়ক মারধোর করে। পরে আমিরকে তিনজন বেল্ট দিয়ে মারধর করার সময় তার শার্ট ছিঁড়ে ফেলার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

সূত্রে জানা যায়, এফআইআর-এ তালিকাভুক্ত অভিযুক্তদের মধ্য ভোলা (২৬), মঙ্গল (৩২) এবং নওবাত (৩৫)কে রাল গ্রামে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার পরে আদালতে হাজির করা হবে বলে সূত্রের খবর৷

উত্তরপ্রদেশ তথা সারা দেশে গো-রক্ষার নামে সাধারন মানুষের প্রানও দিতে হচ্ছে। অনেকেরই অভিযোগ, দেশে হিউম্যান কমিশন থাকলেও কোন প্রকার সঠিক অর্থে ভূমিকা দেখাই মেলেনা।   

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর