প্রত্যেক ধর্মের উপরে মানবধর্ম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200804-WA0018

এনবিটিভি, জামিল হোসেন, ৪ঠা আগস্ট, আসাম: গতকাল রাত ৭ঘটিকার সময় করিমগঞ্জ জেলার পাথারকান্দি রাজবাড়ি গ্রামের বাসিন্দা ছালিম আহমেদ বারইগ্রাম থেকে আসার সময় কোথাও উনার এন্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে উনি আছিমগঞ্জ এসে আমসু-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতারের সঙ্গে যোগাযোগ করেন৷ তখন তাৎক্ষণিকভাবে ছাদিক আখতার উনাকে সঙ্গে নিয়ে কানাইবাজার মৈনা বারইগ্রাম গিয়ে মোবাইল ফোনের সন্ধান চালান৷ অবশেষে পুরান মৈনায় আসার পর এবং অনেক মানুষের সাথে আলোচনা করার পর, একজন হিন্দু সম্প্রদায়ের ভদ্রলোক নাম তপন দেব, উনি বললেন মোবাইল ফোনটি আমি পেয়েছি, তারপর স্বস্তির নিঃশ্বাস!
কাজী ছাদিক আক্তার বলেন সত্যি আমাদের সমাজে হিন্দু মুসলিম বলে কোন ভেদাভেদ নেই, বিশেষ করে আমাদের এলাকায় আদিকাল ধরে সাম্যের বার্তা দিয়ে এসেছে, আশা করি এই সাম্যের বার্তা অনন্তকাল পর্যন্ত হিন্দু মুসলিমদের মধ্যে অব্যাহত থাকবে। এদিকে গোটা এলাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ছাদিক আক্তার তথা সারা আসাম সংখ্যালঘু ছাত্রসংস্থা আমসু কে ধন্যবাদ জানান তারা বলেন এই সংগঠনটি আমাদেরকে সব সময় সহযোগিতা করছে এবং করেছে, এছাড়াও আমরা আশা রাখি আগামীতে এই সংগঠনটি আমাদের দিকে লক্ষ্য রাখবে ৷ তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমসু-র নেতাদের৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর