৩১ মার্চের মধ্যে আধার প্যান লিঙ্ক না করে থাকলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে কার্ডটি নিষ্ক্রিয়ও হতে যেতে পারে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

847129-60425-wlzjmdpngh-1502635529

আপনার আধার কার্ডটি প্যান নম্বরের সাথে লিঙ্ক করেছেন তো? যদি না করে থাকেন তাহলে আজই করে নিন। ৩১ মার্চ অর্থাত্‍ আজই চূড়ান্ত সময়সীমা। নয়তো আয়কর আইনের নিয়ম অনুযায়ী এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
একাধিক বার সময়সীমা পরিবর্তনের পর কেন্দ্র ঘোষণা করেছে, ৩১ মার্চ পর্যন্ত চুড়ান্ত সময়সীমা। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এর পর আর প্যান-আধার লিঙ্কের জন্য সময়সীমা বাড়ানো হবে না। ফলে ৩১ মার্চের মধ্যে আধার প্যান লিঙ্ক না করে থাকলে আপনার কার্ডটি নিষ্ক্রিয়ও হতে যেতে পারে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক করা হলে সে ধরণের কোনও সম্ভাবনা থাকছে না। জরিমানা আদায় করার ক্ষেত্রেও সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। যেখানে আর্থিক জরিমানার পরিমাণ এক হাজার টাকার মধ্যেই থাকবে। তবে প্রতিবারই এই নিয়ে তারিখ বাড়ানো হয়। ফলে মানুষের মধ্যে এই কার্ড সংযুক্তির ক্ষেত্রে অনিহা ছিল। ৩১ মার্চ, ২০২১-এর মধ্যে প্যান আধার লিঙ্ক না করালে আপনাকে সর্বাধিক এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অতএব, আজই করে নিন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর