মুর্শিদাবাদে কৃষকদের কৃষিবিল বোঝাতে বাড়িতে গিয়ে প্রচারের নির্দেশ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201005-WA0017

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ,০৪ সেপ্টেম্বরঃ

লিফলেট ছাপিয়ে কৃষকদের বাড়িবাড়ি গিয়ে কৃষিবিল বোঝাবে বিজেপি। মুর্শিদাবাদের লালবাগে ও বহরমপুরে দলীয় কর্মীদের এই নির্দেশ দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সারা রাজ্য জুড়ে যেমন কৃষিবিলের বিরোধীতায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিটি বিরোধী দল,তেমনি তার পাশাপাশি কৃষিবিলের সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপিও। রবিবার কৃষিবিলের সমর্থনে পথসভায় অংশ নিতে মুর্শিদাবাদের নাকুড়তলা মোড়ে উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরী শংকর ঘোষ। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ” বরাবরই পশ্চিমবঙ্গে বিরোধী তৃনমূল, কংগ্রেস, সিপিএম কৃষকদের ব্যবহার করে গিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার কৃষকদের সুরক্ষার কথা ভেবেছে।” আর এতেই আতে ঘা লেগেছে বাংলার শাসক দলের।নয়া কৃষি বিলে দালালদের বাড়া ভাতে ছাই পড়েছে। তাই কৃষিবিলের বিরোধীতায় রাস্তায় নেমে পথনাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কৃষি বিল নিয়ে বাংলার কৃষকদের তৃনমূল সহ অন্যদলগুলো যাতে ভুল বোঝাতে না পারেন, তারজন্য কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলির মাধ্যমে কৃষিবিলের যথার্থতা বোঝাবে বিজেপি কর্মীরা। মুর্শিদাবাদ জেলার দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর