আইপিএলে ফিরছে দর্শক, দুটি টিকা নিলেই মিলবে মাঠে খেলা দেখার সুযোগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210912_145140

এনবিটিভি ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন না বলে মন খারাপ? কেউ চাইলে যেতেই পারেন সংযুক্ত আরব আমিরশাহি। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের হয়ে চিৎকার করার সুযোগ দিল আমিরশাহি।

টিকা নেওয়া থাকলে রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হতে হবে। আমিরশাহি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। দু’টি টিকা নেওয়া থাকলে মাঠেও ঢুকতে পারবেন সমর্থকরা। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার বাধা রইল না। খরচ কত পড়বে?

 

ভারত থেকে দুবাই যাওয়া এবং ফেরা মিলিয়ে সব থেকে কম হলেও খরচ পড়বে ১৩ হাজার টাকা। করোনার প্রকোপ দেশে কমতেই বিদেশিদের দেশে আসতে আমন্ত্রণ জানাচ্ছে আমিরশাহি। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে যেতেই এমন সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। ইতিমধ্যেই আমিরশাহির ৯২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর