কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০০ জন মহিলার মধ্যে শাড়ি বিতরণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201018-WA0011

কুলটি, ১৮ অক্টোবরঃ

কুলটি বিধানসভার অন্তর্গত কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটি এলাকার শোধপুর শিব মন্দির ময়দানে শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের উপস্থিতিতে এলাকার ২০০ জন গরীব দুস্থ মহিলাদের শাড়ী বিতরন করা হলো।
এই প্রসঙ্গে কুলটি মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত জানান, মাননীয়া মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে মুখ্যমন্ত্রী যেভাবে অসহায় মানুষের পরিবারের পাশে দাঁড়িয়ে নিরলস সেবা করে চলেছেন, আমরা তারই অনুগামী। তাছাড়া করোনার জেরে মানুষের সংসারে টান পড়েছে,তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের নির্দেশে আজ কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দূর্গা পুজোকে সামনে রেখে ২০০ জন মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ করা হয়।এইদিন এই শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রেমনাথ সাও,
কাউন্সিলর ও এমআইসি
মীর হাসিম,কাউন্সিলর রাজু কর্মকার,রঞ্জিতা শর্মা,এক্স কাউন্সিলর বিনা রাজবার,অনুজ মন্ডল,রাজেশ সাও,পরিমল মাজি,তৃণমূলের নেতা সুবল চক্রবর্তী,যুব প্রেসিডেন্ট বাবন মুখ্যার্জী,সুব্রত ভাদুরী ,মালা মাজি,মঞ্জুরি ভট্টাচার্য, অনিমা সেন,ইন্দ্রানী গুপ্তা সহ সকল নেতৃবৃন্দ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর