মাথার ‘স্কার্ফ’ পরার উপর নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ কলেজে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

স্কার্ফ পরিহিতা।
স্কার্ফ পরিহিতা।

এনবিটিভি ডেস্কঃ  মধ্যপ্রদেশের একটি কলেজ প্রাঙ্গণে এক হিজাব পরিহিতাকে নিয়ে বিরোধীতা তুঙ্গে ওঠে। এর পরে  কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যথাযথ পোষাক কোড অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশে দাতিয়া জেলার একটি সরকারি কলেজে মাথায় স্কার্ফ পরা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

কলেজে হিজাব পরা এক শিক্ষার্থীকে দেখেই আরএসএস-এর ছাত্রদের শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এর সাথে যুক্ত ছাত্ররা ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে প্রতিবাদ করে। এরপরে শুরু হয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মহিলা শাখা দুর্গা বাহিনীর সদস্যরা মুসলিম শিক্ষার্থীদের ক্যাম্পাসে হেডস্কার্ফ পরার অনুমতি দেওয়ার জন্য কলেজের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এর পরেই কলেজের অধ্যক্ষ রাহুল ক্যাম্পাসের মধ্যে মাথার স্কার্ফ নিষিদ্ধ করার নোটিশ জারি করেন।

অধ্যক্ষ রাহুল নোটিশের মাধ্যমে জানান, “কলেজে ভর্তি হওয়া সকল ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদেরকে কোন বিশেষ সম্প্রদায়ের পোশাক বা হিজাব ইত্যাদির মতো বিশেষ পোশাক পরে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। সকল ছাত্র-ছাত্রীদের এই শিক্ষা মন্দিরে একটি শালীন পোশাকে প্রবেশ করতে হবে।”

উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, “রাজ্যে বোরখা-হিজাব নিষিদ্ধ করার কোনও প্রস্তাব নেই। কেন কলেজ প্রশাসন হিজাব নিষিদ্ধ করার নির্দেশ দিল তা তদন্ত করার জন্য আমি দাতিয়া জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছি। আমি আপনাকে এটি সম্পর্কে কোনও বিভ্রান্তি তৈরি না করার জন্য অনুরোধ করছি।”  

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর