মায়ানমার সেনার এক বিমান ভেঙে সেনা অফিসার এবং এক প্রভাবশালী বৌদ্ধ গুরু সহ নিহত ১২, আহত ৪ জন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

E3fVLFoVkAY9na_

নিউজ ডেস্ক : মিয়ানমারের মন্দালয় অঞ্চলের পাহাড়ি এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে মায়ানমারের রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানা গিয়েছে।

 

বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বিমানটি দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে সাত জন সামরিক অফিসার। নিহত হয়েছেন এক প্রভাবশালী বৌদ্ধ গুরু। অভিস্কা শেখার রত্ঠা গুরু নামক ওই বৌদ্ধ গুরু এক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ওই এলাকায় পৌঁছানোর পর বিমানটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিল বলে জানা গিয়েছে। এর আগেও মায়ানমনের সেনা বিমান বিধ্বস্ত হয়ে বহু জীবনহানীর রেকর্ড আছে। এর আগে ২০১৭ সালে আন্দামান সমুদ্রে এক সামরিক বিমান ভেঙে পরায় ১২২ জন নিহত হন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর