২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোদি খেয়েছেন সাড়ে তিন কোটি চাকরি, অমিত মিত্রের বাক্যবাণে বেকায়দায় বিজেপি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

f6d883a03ef3b9072a544385c7203f1907899b8ea138b33b3a5295dc2aa68c04

নিউজ ডেস্ক : ভবানীপুর উপ-নির্বাচনে বেকারত্ব ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছে বিজেপি। পাল্টা জবাব দিতে প্রচারে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেসও৷ তারা ইস্যু করছে বিভিন্ন অর্থনীতিবিদদের রিপোর্ট। এরকম আবহে রবিবার বেকরত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তিনি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, দেশ আপনার কাছে জবাব চাইছে৷’টুইটে অমিত মিত্রের অভিযোগ, ২০২১ অগস্টে ভারতে ৩.৬ কোটি মানুষ চাকরিহীন? কোনও আয় নেই, জীবিকা নেই, আশা নেই! তবুও, আপনার ‘স্পিন ডাক্তাররা’ ৩ কোটি ৬০ লক্ষ ভারতবাসীকে পুনরুদ্ধারের বিভ্রান্তিকর তথ্য পেশ করে চলেছে৷’

কোভিড পরিস্থিতির জেরে গত বছরের শুরু থেকেই মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। কল-কারখানার বন্ধ ছিল উৎপাদন। চাহিদাও ঠেকেছিল তলানিতে। যার জেরে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয় পরিযায়ী শ্রমিকদের। শুধু তাই নয়, চাকরি হারিয়েছেন মাঝারি মাপের অফিস বা কারখানার কর্মীরাও। ফলে বেড়েছে বেকারের সংখ্যা। অথচ তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

বলাইবাহুল্য, ইতিপূর্বে রা্জ্যে দাবি-দাওয়া থেকে বকেয়া চাওয়া, একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এবার সরাসরি বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত মিত্র। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর