কাবা শরীফের ঠিক উপরে চাঁদ! দেখা যাবে আগামী ২৪ শে মার্চ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210322_122013

নিউজ ডেস্ক : পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ বছরে ১২ বার পৃথিবীকে প্রদক্ষিণ করলেও ঠিক কাবা শরীফের উপরে আসার ঘটনা খুবই দুর্লভ। আর এমন দুর্লভ মহাজাগতিক ঘটনাই বিশ্ববাসী প্রত্যক্ষ করতে চলেছে আগামী ২৪ শে মার্চ। ওই দিন রাত ৯ টা ১০ মিনিটে অবস্থান করবে কাবা শরীফের একদম ওপরে।

 

সৌদি আরবের অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর সিনিয়র ইঞ্জিনিয়ার আবু যাহরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওইদিন বিকাল ২ টা ১৮ মিনিটে চাঁদ কাবা শরীফের দিগন্তে আসবে এবং তা কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করবে রাত ৯:১০ এ। এ সময় চাঁদের গতি একটু দ্রুত থাকবে এবং চাঁদ দ্রুত বর্ণ পরিবর্তন করবে বলেও তিনি জানিয়েছেন। ঘটনাটি চলাকালীন, খুব সহজে এবং নির্ভুলভাবে যেকোনো জায়গা থেকে কাবা শরীফের দিক নির্ধারণ করা যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য এই ব্যতিক্রমী ঘটনা খুব কম দেখা গেলেও এই বছরেই এমন ঘটনা দেখা গিয়েছিল। এই বছর জানুয়ারি মাসের ২৯ তারিখে একই রকম মহাজাগতিক দৃশ্য অবলোকন করা গিয়েছিল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর