শুভেন্দুর ইস্তফা পত্র খারিজ অধ্যক্ষের, তার নিজের লেখা নয় ইস্তফা পত্র!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

suvendu_adhikari_1608177493

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র তার নিজের লেখা নয় এবং অন্যান্য দিক থেকেও ত্রুটিপূর্ণ এই অভিযোগে তা খারিজ করল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তিনি আজ সাংবাদিক বৈঠকে বলেন, ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার আচরণ বিধি অনুসারে তার দেওয়া ইস্তফা পত্র গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন নিয়ম অনুসারে, কোনো পদত্যাগ পত্র ঠিক কোন তারিখ থেকে কার্যকর হবে তার সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে কিন্তু শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্রে কোনো তারিখের উল্লেখ নেই। আবার তার দেওয়া পদত্যাগ পত্র সরাসরি অধ্যক্ষকে দেওয়া হয়নি যেহেতু তাই অধ্যক্ষের মনে এই পত্রের প্রকৃত লেখক এর ব্যাপারে সন্দেহ উদয় হলে তিনি এই ব্যাপারে তদন্ত করতে এবং সন্দেহ দুর না হলে তা গ্রহণ নাও করতে পারেন। তিনি শুভেন্দু অধিকারীকে ২২ শে নভেম্বর আবার বিধানসভায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর