প্রাথমিক স্কুল খোলার দাবিতে ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামলো এসইউসিআই

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

স্কুল খোলার দাবি নিয়ে পথে শিক্ষার্থীরা।
স্কুল খোলার দাবি নিয়ে পথে শিক্ষার্থীরা।

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: রাজ্যজুড়ে বিভিন্ন সংগঠনের আন্দোলনের পর গত ৩রা ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়’ এর কথা বলা হয়। অর্থাৎ পাড়ার কোন ফাঁকা জায়গায় ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হবে। আর এরই প্রতিবাদে ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামলেন কৃষ্ণনগর এসইউসিআই সংগঠন।

গোটা রাজ্য জুড়ে এদিন SUCI এর পক্ষ থেকে প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার প্রতিবাদে মিছিল বের করা হয়। ঠিক সেইমতো “আমরা স্কুলে যেতে চায়” পোস্টার নিয়ে ছাত্র ছাত্রীদের সামনে রেখে কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে সামনে মিছিল করে এস ইউ সি আই সংগঠন। এরপর এই মিছিলে বাধা দেয় পুলিশ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “পাড়ায় পাড়ায় শিক্ষালয়” এর ব্যাপক বিরোধিতা করছি, আমরা আর্জি জানাচ্ছি অবিলম্বে সমস্ত স্কুল খুলে দেওয়া হোক”।তারা প্রশ্ন তোলেন ইতিমধ্যে পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলের নাম করে যেভাবে জমায়েত করেছে সেই জায়গায় কেন স্কুল খোলা হচ্ছেনা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর