বিরল প্রজাতির সাকারমাউথ ক্যাটফিশ পাওয়া গেল বাকুড়ার শালতোড়ায় 

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2023-02-02 at 12.03.44 PM

বিরল প্রজাতির সাকারমাউথ ক্যাটফিশ ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়। বাকুড়ার শালতোড়ায় এই মাছটি উঠে আসে জালে। নতুন ধরণের মাছ হওয়ায় মাছ দেখতে ভিড় জমে যায় এলাকায়। এই মাছটি জলের বিভিন্ন ছোটো প্রজাতির মাছ ও শ্যাওলা খেয়ে থাকে। এটি ‘সাকারমাউথ  ক্যাটফিশ’। এই মাছের পাখনা খুব ধারালো হয়। আত্মরক্ষার জন্য এই পাখনা কাজে লাগে এই মাছের। সহজেই অন্য মাছের দেহ কেটে যায়। আর সেই আঘাত পাওয়া জায়গাটি ধীরে ধীরে পচন ধরে মাছটি মারা যায়। এই সাকার ফিশ রাক্ষুসে মাছ না হলেও এটি প্রচুর পরিমাণে খাবার খায়। আর তার ফলে অন্যান্য মাছের খাবারের আকাল দেখা দেয়। পুকুরে মাছ ধরার সময় জালে আটকা পড়ে এই অদ্ভুত মাছটি, মাছটিকে দেখতে ভীড় জমে মানুষের। 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর