ইসলামি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম প্রেসিডেন্ট বনিসদরের মৃত্যু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211010_143716

 

 

নিউজ ডেস্ক : ইরানের রাজতন্ত্রের পতনের পর ইসলামি বিপ্লবী সরকারের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। খবর এপির।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

 

ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮০ সালে চার বছর মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন বনিসদর। এর আগে বিপ্লবের পর ইরানের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়েই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ ধর্মীয় নেতৃত্বের সাথে বিরোধে জড়ান আবুল হাসান বনিসদর।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাসের মাথায় ১৯৮১ সালের জুনে ইরানের পার্লামেন্ট তাকে অভিশংসন করে।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর