দিবালোকে রাস্তার ধারে বিনা অনুমতিতে উপড়ে ফেলা হলো গাছ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

গাছ উপড়ে ফেলা হয়েছে।
গাছ উপড়ে ফেলা হয়েছে।

উজ্জ্বল দাস, আসানসোলঃ সালানপুর থানার অন্তর্গত মাধায়চক গ্রামে রাস্তার পাশে ফাঁকা জায়গায় রাজেন্দ্র শর্মা নামক ব্যাক্তি বিনা অনুমতিতে প্রায় কুড়িটি তরতাজা গাছ জেপিসি মেশিনের দ্বারা মাটি থেকে শিকড় সমেত উপড়ে ফেললো। স্থানীয়দের দ্বারা খবর পেয়ে সালানপুর থানার পুলিশ এসে রাজেন্দ্র শর্মাকে আটক করেন। পরে গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস দল বল নিয়ে ঘটনাস্থলে এসে সেগুন,সোনাঝুড়ি,কাঁঠাল সহ বিভিন্ন প্রকৃতির গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

এপ্রসঙ্গে গাছ মালিক রাজেন্দ্র শর্মার সাথে কথা বললে তিনি জানান, “জায়গা আমার আর গাছগুলি আমারই লাগানো তবে কিসের অনুমতি।”

তবে বিট অফিসার সুমন্ত দাস বলেন, “যারই জায়গা হোক বা যার লাগানো গাছহোক কিন্তু অনুমতি প্রয়োজন। আজ এই মাধায়চক রাস্তার পাশে থেকে সেগুন,কাঁঠাল,সোনাঝুড়ি সহ আরও অনেক ধরনের গাছ জেসিপি দ্বারা উপড়ে ফেলা ছিলো। সেইসব গাছগুলিকে বাজেয়াপ্ত করা হলো।এবং এই জায়গার ও গাছগুলির মালিকের বিরুদ্ধে নোটিশ করা হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর