স্কুলে তালা ভেঙ্গে দু’লক্ষ টাকা চুরি! সিসি ক্যামেরা বন্ধ থাকায় উঠছে প্রশ্ন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

nনতুন ডাঙ্গা হাই স্কুল।
nনতুন ডাঙ্গা হাই স্কুল।

এনবিটিভি, লাউদোহা: শুক্রবার লাউদোহার গোগলা পঞ্চায়েতের নতুন ডাঙ্গা হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্কুল খোলার পর চুরির বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের । লকারে রাখা প্রায় দু’লক্ষ টাকা চুরি হয়ে গেছে বলে কর্তৃপক্ষের দাবি।

শুক্রবার স্কুল খোলার পর ক্লার্ক নিহার ঘোষ লক্ষ্য করেন তার নির্দিষ্ট রুমের দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন লকার খোলা। বিষয়টি তিনি সহকর্মী ও শিক্ষকদের জানান। দেখা যায় লকারে রাখার নগদ দু’লক্ষ টাকা নেই। এরপরই নিহার বাবু অসুস্থ হয়ে পড়েন স্কুল চত্বরে।

ঘটনা স্থলে স্কুলের শিক্ষক।

স্কুলের শিক্ষক তপন নায়েক, শিক্ষিকা উষা মন্ডল জানান নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে পড়ুয়াদের। শেষ তিন দিনের পড়ুয়াদের ভর্তির ফি বাবদ নগদ টাকা রাখা ছিল। লকার ভেঙ্গে সেই টাকায় নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে জানান তারা।

 খবর পেয়ে স্কুলে আসে লাউদোহা থানার পুলিশ। শুরু হয় তদন্ত। স্কুলের নিরাপত্তা নিয়ে সামনে এসেছে কয়েকটি প্রশ্ন।

সূত্র মারফত জানা গেছে স্কুলে রাতে কোন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নেই। স্কুলে পনেরো-কুড়ি টি সিসিক্যামেরা থাকলেও রাতের সেগুলি বন্ধ অবস্থায় থাকে। কেন সিসি ক্যামেরা গুলিকে চালু রাখা হয়না সে নিয়ে ও উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে লাউদোহা থানা সূত্রে খবর।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর