SDPI নেতা খুনে জেল বন্দী দুই RSS কর্মী, সন্দেহের জালে আরও ৮ জন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কেরলে এসডিপিআই নেতা খুন।
কেরলে এসডিপিআই নেতা খুন।

এনবিটিভি ডেস্কঃ দেশের সামাজিক নিরাপত্তা এখন প্রশ্নর মুখে। ঠিক অন্যদিকে গত কয়েক মাস কেরলে রাজনৈতিক হিংসার প্রভাব দিনের পরদিন বেড়েই চলেছে। গত সপ্তাহে শনিবার আরএসএস আশ্রিত দুষ্কৃতীর হাতে প্রান যায় সোশ্যাল ডেমেক্রোটিক পার্টি অফ ইন্ডিয়ার এক নেতার। অবশেষে সোমবার কেরল পুলিশের চিরুনি তল্লাসি পরে দুই আরএসএস কর্মীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কেরলের এসডিপিআই  এর রাজ্য স্থরের নেতা কেএস শান বাইকে চেপে আসছিল। হটাত তাঁকে ধাক্কা মারে দুষ্কৃতিরা,এরপর তাঁর উপরে চড়াও হয়। তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা কেএস শানের পক্ষে সম্ভব হয়নি। রাস্তায় মাঝে পড়ে গেলে তাঁকে নিঃসংশ ভাবে কুপিয়ে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপর  তাঁকে কোচি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার মাঝরাতে তাঁর মৃত্যু হয়।

 

উল্লেখ্য, কেএস শান তিনি কেরলের সোশ্যাল ডেমেক্রোটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ছিলেন। খুনের পরে কেএস শানের পরিবার পুলিশের দারস্থ হন। তাদের দাবী যে,অতিদ্রুত খুনিদেরকে চিহ্নিত করতে হবে। আদালতের নিকট ন্যায় বিচার চেয়ে তাদের কাতর আবেদন যে,  খুনিদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা যেন করা হয় ।

 

এক পুলিশকর্তা জানিয়েছেন, খুনে ব্যবহৃত গাড়িটি ধৃতরাই জোগাড় করে দিয়েছিল। এসডিপিআই নেতা খুনে আরও ৮ জনের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত দু’জনকে জেরা করে বাকিদের খোঁজ করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর