দিল্লী স্যার গঙ্গারাম হাসপাতালে একদিনে ২৫ করোনা রুগীর মৃত্যু, অক্সিজেন আকাশ পথে পাঠানোর আর্জি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Gangaram

নিউজ ডেস্ক : অক্সিজেন অভাবে দেশে করোনা রুগী মরছে। রোগীদের প্রাণ বাঁচাতে আকাশপথে অক্সিজেন পাঠান, এই আর্জি বিভিন্ন হাসপাতালের। গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ২৫ জন কোভিড রোগীর মৃত্যুর পর হাসপাতালের তরফে এমনই আর্জি জানানো আকাশ পথে অক্সিজেনের।

শুক্রবার সকাল ৮টা নাগাদ হাসপাতালের তরফে একটি ‘এসওএস’ বার্তা দেওয়া হয়। তাতে বলা হয়, আর মাত্র ২ ঘণ্টার অক্সিজেন রয়েছে হাসপাতালে এবং ৬০ জন রোগীর প্রাণ বিপন্ন। আকাশপথে আক্সিজেন পাঠানোর আর্জিও জানানো হয়

হাসপাতালের বিবৃতি বলছে, ‘গত ২৪ ঘণ্টায় ২৫ জন মুমূর্ষু রোগীর মৃত্যু হয়েছে। আর মাত্র ২ ঘণ্টার অক্সিজেন রয়েছে। ভেন্টিলেটর এবং বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না। যার ফলে ম্যানুয়াল ভেন্টিলেশনের উপর নির্ভর করতে হচ্ছে। বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। ৬০ জন রোগীর জীবন বিপন্ন। অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন’।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর