বিক্রম যোশির পর রতন সিং, আবার সাংবাদিক খুন যোগি রাজ্যে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200828-WA0000

এনডিটিভি ডেস্ক: বিজেপি সরকারের আমলে বিজেপি শাসিত রাজ্যে বারংবার সাংবাদিকদের হত্যার খবর মেলে। তদন্ত কখনও হয়নি। বরং কোনো গল্প বানিয়ে কেসগুলো ধামা চাপা দেওয়া হয়েছে। গত মাসে যোগির রাজ্যে বিক্রম যোশি নামে একজন সাংবাদিক খুন হয়। আবার গত কাল রতন সিং নামে এক সাংবাদিক খুন হয়। এই নিয়ে গত দুইমাসে দুইজন সাংবাদিকের মৃত্যুর খবর সামনে এল উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছেন পৈতৃক সম্পত্তির জেরে তিনি খুন হন। কিন্তু রতন সিংয়ের প্রতিবেশীরা এর প্রতিবাদ করেন।

রতন সিংয়ের পরিবারের দাবি পুলিশ ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গত সোমবার রতন বাড়ি ফেরার সময় কিছু দুষ্কৃতীরা তাকে তাড়া করে তারপর গুলি চালায়। আজমগড় রেঞ্জের ডিআইজি সুভাষ দুবে বলেন, ‘রতনদের জমি দখল করে ধৃতরা একটি পাঁচিল দেয়। সেখানে একটি খড়ের গাদাও দিয়েছিল ধৃতরা। রতন সেই খড়ের গাদা সরিয়ে দিয়েছিলেন। এই নিয়ে রতনদের সঙ্গে ধৃতদের বিবাদ এত বড় আকার নেয়।’ সাংবাদিকের বাড়ির সামনে পুলিশি পাহারার বসানো হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর