মাস্ক পড়লে বিউটি পার্লার চলবে না, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত শর্মা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Himanta_Biswa_Sarma__PTI__1200x768

নিউজ ডেস্ক : উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামে বর্তমানে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। তাই কোনো সামাজিক দূরত্ব বিধি মানার বা মাস্ক পরিধান করার প্রয়োজন নেই। দেশে যখন প্রাত্যহিক নতুন করোনা রোগীর সংখ্যা প্রায় এক লাখ হতে যাচ্ছে ঠিক সেইসময় আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এমনই বিতর্কিত মন্তব্য করে আবার শিরোনামে উঠে এসেছেন। এমনকি তিনি আসামে আসন্ন বিহু উৎসব নির্দ্বিধায় পালন করার জন্য সবাইকে ছাড় দিয়েছেন।

 

মাস্ক পরিধান করার ব্যাপারে তিনি লাল্লানটপ এর সঙ্গে সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে অর্থনীতির পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব আরোপ করেছে। এখন আসামে করোনা ভাইরাস এর কোন অস্তিত্ব নেই। তাই আমাদের অর্থনীতির প্রতি নজর দেওয়া দরকার। মাস্ক পরিধান করার এখন কোন প্রয়োজন নেই। মাস্ক পড়লে বিউটি পার্লারগুলো চলবে কিভাবে। কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমনের নয়া ঢেউ আছড়ে পড়ার পর জারি করা স্বাস্থ্যবিধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার এটি সারা ভারতের জন্য জারি করেছে, আসামের ক্ষেত্রে এই সর্তকতা তেমন একটা প্রয়োজন নেই কারণ এখানে বর্তমানে করনা ভাইরাসের প্রাদুর্ভাব নেই। তিনি আরো বলেন যখন করনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার শুরু হবে রাজ্যে তখন আমি সবাইকে আবার মাছ পরিধান করতে বলব যা লংঘন করলে প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর