Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

উইলি ও টিম ডেভিড ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন : রিজওয়ান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

eca7f9daf5864126bb4480941fc02886-eca7f9daf5864126bb4480941fc02886-0_1613066287439_1613066332986

PLS-এর সপ্তম আসরে মুলতান সুলতানসের হয়ে টুর্নামেন্টে অংশ নেন ইংলিশ খেলোয়াড় ডেভিড উইলি ও সিংগাপুরের খেলোয়াড় টিম ডেভিড। তাদের দলের অধিনায়ক ছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পিএসএল চলার সময়ে উইলি ও ডেভিড রিজওয়ানকে ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন। মঙ্গলবার পাক-সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেট উর্দুর একটি অনুষ্ঠানে মুলতান সুলতানসের বোলিং কোচ মুশতাক আহমাদের সাথে কথা বলার সময় বিষয়টি সম্পর্কে জানান রিজওয়ান নিজেই। তিনি বলেন, বিদেশী খেলোয়াড়েরদের আমাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করার মানে হল তারা এটির মধ্যে প্রশান্তি দেখেন। আমাদের নামাজ পড়া ও দাড়ি রাখা দেখে যখন তাদের ভালো লাগে, তখন আমাদেরও খুশি হওয়া উচিৎ। রিজওয়ান বলেন, নিজের ধর্ম নিয়ে লজ্জিত না হওয়া চাই এবং মহানবী সা:-এর সুন্নতের ওপর আমাদের গর্ব করা উচিৎ।

সূত্র : নয়া দিগন্ত

আপনার মতামত প্রদান করুন!

সর্বাধিক পঠিত খবর

সর্বশেষ খবর