বিশ্ব বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম দিবস পালন বাঁকুড়ায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

9aba7093-a545-4bd6-a146-7f13f2e3712d

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়াঃ
গণমাধ্যম সারাজীবন সবাই মন্দ ভাবলেও ছন্দ পতন ঘটেনি যুগে যুগে তারই দৃশ্যমান দৃষ্টান্ত হলেন রামানন্দ চট্টোপাধ্যায় ।আজ বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে বিশ্ব বরেণ্য সাংবাদিক এর জন্ম দিবস পালিত হয়েছে বিভিন্ন ভাবে। ঠিক সেই মোতাবেক করোনা ও ইয়াস কে মাথায় রেখে পালিত হলো রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম দিবস জয়পুরের বনলতার মধ্যে। রামানন্দ চট্টোপাধ্যায়ের সাংবাদিকতা কে স্যালুট জানাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অনেক সেবক উপস্থিত ছিলেন এবং জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত সিনহা মহাপাত্র। এছাড়াও বাঁকুড়া প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি মাননীয় গোপাল রায় মহাশয় ও আনন্দ বাজার পত্রিকা। বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ অধিকারী ও সভাপতি উজ্জ্বল পাল চরনে পুষ্প অর্পন করেন রামানন্দ চট্টোপাধ্যায় কে শ্রদ্ধার্ঘ দেন। মিডিয়া হয়তো বাঁচিয়ে রেখেছে গনতন্ত্রের খুঁটিনাটি বিষয় গুলোও কিন্তু তবুও বার বার আঘাত হানা চলছে এই সংবাদ মাধ্যমের উপর,বাড়ি ছাড়তে হয় তিনাদের এমনকি নজর বন্দী করেও রাখা হয় বিভিন্ন উপায়ে। ঠিক তারই জলন্ত প্রমান ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের সাংবাদিকতা। রামানন্দ চট্টোপাধ্যায় যখন ১৯২৭ সালে ” বিশাল ভারত” পত্রিকা সম্পাদনা করছিলেন এলাহাবাদে তখন তিনাকে এলাহাবাদ সরকার শহর ছাড়তে বলেন এবং তিনাকে ছাড়তে হয় শহর।
এগিয়ে যাক সাংবাদিকদের কলম, অঙ্গীকার থাকুক নিষ্ঠার এবং গড়ে উঠুক এক সুস্থ বাংলা-ভারত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর