টিম গেম সুনীল ছেত্রী জাতীয় দলের ফুটবলারদের অনুপ্রেরণা দিয়ে গড়লেন করোনা ত্রান তহবিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200420-WA0002

নিউজ ডেস্ক : করোনা লড়ায়ে যুক্ত হলেন ভারতের ফুটবল রাজপুত্র। তিনি যে টিমগেমে বিশ্বাসী আরও একবার দেখিয়ে দিলেন সুনীল ছেত্রি। করোনা সংক্রমণে গোটা বিশ্ব কাঁপছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অনেকেই আর্থিক সাহায্য করছেন। কিন্তু ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি জাতীয় দলের সতীর্থদের নিয়ে ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। ঠিক তেমনভাবেই বেঙ্গালুরু এফসি অধিনায়ক হিসেবে সতীর্থদের কাছে আর্জি জানিয়েছিলেন এগিয়ে আসতে। সুনীলের পরামর্শ মতো বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, প্রত্যেক ফুটবলারের বেতন থেকে টাকা কেটে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হবে। ইতিমধ্যে সেই টাকা দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘টাকার অঙ্কটা আমরা প্রকাশ্যে আনতে চাই না। তবে ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সকলে এই সাহায্য করেছেন।’ কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে। সেক্ষেত্রে ক্লাবের তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে। বেঙ্গালুরু ভিন্ন পথে হেঁটে ফুটবলারদের শামিল করেছে। বেঙ্গালুরুর রাহুল ভেকে, উদান্তা সিংরা নিজেদের বেতনের কিছুটা অংশ দান করেছেন তহবিলে।‌

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর