রক্ত নিয়ে কালোবাজারি, স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গ্রেফতার ১

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-21 at 3.05.34 PM

মালদা জেলার বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই করোনা মহামারীর মধ্যে রাতদিন এক‌ইভাবে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে এই চরম সংকটের মধ্যে জেলার কোথাও রক্তদান শিবির না হ‌ওয়াই জেলার বিভিন্ন ফাউন্ডেশন এর সদস্যরা প্রতিদিন ব্লাড ব্যাংকে গিয়ে রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করছেন। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী , প্রসূতি মায়েদের, এবং ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে রক্তের যোগান দিয়ে চলেছে। আর এই সংকটময় পরিস্থিতির ফায়দা নিয়ে মালদা জেলা ব্লাড ব্যাংকে কিছু অসাধু মানুষ মোটা টাকার বিনিময়ে রক্ত নিয়ে কালোবাজারি করে চলেছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং গত বৃহস্পতিবার অর্থাৎ 20/05/2021তারিখে এই ঘটনার পর্দা ফাঁস করে নতুন আলো নামে এক সংস্থার সদস্য স্নেহা জাসওয়ান l ঘটনাস্থলে কালোবাজারি চক্রের এক পান্ডা বাচ্চু মন্ডল বাড়ি মালদা জেলার ব্যারাক কলোনি, তাকে মালদা ব্লাড ব্যাংকের সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং নতুন আলো সংস্থার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ পুরো গ্যাংয়ের মূল পান্ডা এক যুবককে আটক করে সেই যুবক জানাই জেলাব্যাপী রক্ত নিয়ে যে কালোবাজারি চলছে তার সমস্ত পাণ্ডাদের কে ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুলিশকে তিনি দিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে ইংলিশবাজার থানার পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর