বাইডেনের পর এবার ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করলেন সেই হ্যাকার!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

0x0

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ওয়েবসাইট donaldjtrump.com হ্যাক হয়েছে। তুরস্কের একজন হ্যাকার ট্রাম্পের এই ওয়েবসাইট হ্যাক করেছেন বলে খবর বেরিয়েছে।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্প ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, ‘যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ো না, আল্লাহ নিজেই তাদেরকে ভুলিয়ে দেন।’

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেইজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট vote.joebiden.com হ্যাক করেছিলেন।

সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।’

এ কথার মধ্যদিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন।

সূত্র : নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর