রক্ত দান শিবির উদ্বোধন করলেন রাজ্য মন্ত্রী মলয় ঘটক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200926-WA0027

এনবিটিভি ডেস্ক, আসানসোল: শনিবার কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাবু তালাবের নিমাতল্লা চৌকের নিকটে ইনসানিয়াত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির উদ্বোধন করেন রাজ্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক রক্তদানকারীদের শংসাপত্র দিয়ে। এই সময়ে মন্ত্রী মলয় ঘটককে সোসাইটি থেকে ফুল এবং মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়েছিল। উপ মেয়র তাবাসুম আরা, তৃণমূল উত্তর ব্লকের ২ সভাপতি উৎপল সিনহা, কাউন্সিলর নুররাফত পারভীন, তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর মাস্টার শাকিল, ফানসাবি আলিয়া, ফরিদা, রাজা গুপ্ত, সাদ্দাম সহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেছিলেন যে রক্তদান এই করোনায় রক্ত দান মহাদান , রক্তদান করে অভূতপূর্ব কাজ সংগঠনটি করছে। এই সময়ে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত জনস্বার্থ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলায় একমাত্র রাজ্য যেখানে মানুষকে নিখরচায় রেশন এবং নিখরচায় চিকিৎসা সেবা দেওয়া হয়। এই মহামারীতে কোন রাজনৈতিক দল তাদের সাথে রয়েছে এবং কে তাদের থেকে দূরে রয়েছে তা জনসাধারণকে সিদ্ধান্ত নিতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর