মহিলাদের রুটি বিক্রির টাকায় তুরস্কের বুরসায় তৈরি বিশাল মসজিদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210429_191346

নিউজ ডেস্ক : বুরসা প্রদেশটি এখন অনেক বেশি পরিচিত নাম সবার কাছে তুর্কি সিরিজ কুরূলুস ওসমানের সৌজন্যে। সেখানে এবারে স্থানীয় নারীদের উদ্যোগে প্রায় ৮১ হাজার ডলার খরচে তৈরি পুনর্নির্মিত হল একটি বিশাল মসজিদ।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশের ওরহানলি অঞ্চলের বাসকো গ্রামের একটি পুরোনো মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। তাই গ্রামবাসী মসজিদ পুনসংস্কারের উদ্যোগ নেন। তখন গ্রামের নারীরাও নির্মাণকাজে বিশাল অংকের আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন।

আর্থিক অনুদান নিশ্চিত করতে একাধারে দুই বছর ওই নারীরা রুটি বিক্রি করতেন। সপ্তাহে একদিন বা দুইদিন দোকানে এসে তাঁরা রুটি বিক্রি করতেন। পুরো সময়ের জমানো অর্থ তাঁরা মসজিদ নির্মাণকাজে অনুদান হিসেবে ব্যয় করেন।

 

গ্রামের প্রধান হাসান আকার জানান যে, গ্রামের মসজিদ সংস্কারের কাজ তাঁরা দুই বছর আগে শুরু করেছে। এমনকি মসজিদের অধিকাংশ এখন শেষ। এখন পর্যন্ত আমাদের সাড়ে ১০ লাখ তুর্কি লিরা অর্থ ব্যয় হয়েছে।

 

পরিশ্রমের মাধ্যমে মসজিদ সংস্কারের সহায়তায় তাঁরা এগিয়ে আসেন। স্থানীয়রা নারীদের কাছে রুটি তৈরি করতে আটা পাঠিয়ে দেয়। অতঃপর পারিশ্রমিক হিসেবে পাওয়া অর্থ তাঁরা মসজিদে দান করে দেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর