ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি দুর্ঘটনায় পড়েছে, ধ্বংসাবশেষ পেল দেশটির নৌবাহিনী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1619269263253

নিউজ ডেস্ক : কার্যত সব আশা শেষ! ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ জন কেবিন ক্রু দের মধ্যে কারো জীবিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আশাহত হয়ে এমনই বিবৃতি দিয়েছেন ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান। দেশটির সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তারা বালি সাগরের ৮৫০ মিটার তলদেশে সাবমেরিন-সদৃশ একটি আকৃতির সন্ধান পেয়েছেন। সেই সাথে একই পানিসীমায় কিছু অধাতব ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো কে আর আই নাঙ্গালা ৪০২’র হতে পারে।

 

উল্লেখ্য নিখোঁজ সাবমেরিনে মজুত অক্সিজেনের সাহায্যে কেবিন ক্রু রা আজ শনিবার ভোর ৩ টা পর্যন্ত জীবিত থাকতে পারতেন। তবে এখনও পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আপাতত ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মৃত সদস্যদের মৃতদেহ উদ্ধার করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ঠিক কোন কারণে ওই সাবমেরিন এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হল এই ব্যাপারে কিছু বলা হয়নি ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তরফ থেকে।

 

কেআরআই নাঙ্গালা ৪০২ নামের এই সাবমেরিনটি বালি দ্বীপের উপকূলের নিকটবর্তী সমুদ্রে একটি মহড়ায় অংশ নিচ্ছিল। সেই সময় হঠাৎ নিখোঁজ রয়েছে সাবমেরিনটি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর