মোদির চাপে কৃষকদের ফেসবুক পেজ বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

facebook_account_temporarily_locked_2

নিউজ ডেস্ক : ক্রমাগত তীব্রতা বৃদ্ধি পাচ্ছে কৃষক আন্দোলনের, পাচ্ছে প্রবল জন সমর্থন। সেই বিষয়টি যে চরম ভাবে উদ্বেগে রাখছে মোদি সরকারকে সেটা বোঝার জন্য রাজনৈতিক বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। তবে সেই উদ্বেগ এবারে প্রকাশ্যে সামনে এলো। মোদি সরকারের চাপে কিষাণ একতা মোর্চা নামক কৃষক আন্দোলনে সক্রিয় একটি কৃষক সংগঠনের ফেসবুক পেজ বন্ধ করে দিল ফেসবুক কর্তৃপক্ষ।

এই কিষাণ একটা মোর্চার তরফ থেকেই সরকারের কাছে কৃষি বিল প্রত্যাহারের দাবি করা হচ্ছিল বার বার এবং তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুশিয়ারী দেন। তারা কৃষক আন্দোলনের সমর্থনে সব কৃষকদের একদিন অনশন করতে অনুরোধ জানান এবং রিলে অনশন করার কোথাও ঘোষণা করেছেন টুইটারে। সরকার তাদের দাবি না মানলে টোল সংগ্রহের কাজে ও বাধা সৃষ্টি করতে তারা পিছপা হবেনা না বলে জানিয়ে দিয়েছেন। কৃষক আন্দোলনের সমর্থনে এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য কুখ্যাত বিজেপির আইটি সেলের মিথ্যার জবাব দিতে একটি আইটি সেল ও তৈরি করা হয়েছে কৃষকদের তরফে। এমত অবস্থায় কৃষকদের সক্রিয় একটি ফেসবুক পেজ বন্ধ করে মোদি সরকার বুঝিয়ে দিল যে তারা কোন পন্থায় সমস্যা সমাধানের বিশ্বাসী। মতামত রাজনৈতিক বিশ্লেষকদের। ২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। তবে সরকার এখনও অনড় কৃষি বিল প্রত্যাহার না করার ব্যাপারে। মোদি হঠাৎ শিখ ধর্ম গুরু তেগ বাহাদুরের সমাধিস্থলে পরিদর্শনে গিয়েছেন শিখদের মন জয় করতে কিন্তু কোনো ভাবেই তার সরকার কৃষি বিল প্রত্যাহারের কথা ভাবছে না বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর