ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200928-WA0006

এনবিটিভি ডেস্ক: সোমবার সকালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি কৌশিক মন্ডলের নেতৃত্বে কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান। কৌশিক মন্ডল জানান করোনা পরিস্থিতিতে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ মুখার্জি নির্দেশ দিয়েছেন কলেজে ফি না বাড়াতে৷ কিন্তু নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষ সে নির্দেশ উপেক্ষা করে সবরকমের ফি বাড়িয়ে দিয়েছেন। কলেজ কতৃর্পক্ষ গত ফেব্রুয়ারি মাসে মৌখিকভাবে জানিয়েছিলেন ফি বৃদ্ধি হতে পারে৷ কিন্তু তারপর করোনা পরিস্থিতি আসার পর সবার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে কলেজের ফি দিতে অসমর্থ হয়ে গেছে। তৃণমূল ছাত্র পরিষদ কলেজের ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করে কলেজের ফি মুকুবের দাবী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এসে কলেজ কতৃর্পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর