হালুয়াঘাটে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201030-WA0003

 

মো. জাকিরুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং এর রেশ ধরে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ‘ইসলামবিদ্বেষী’ অবস্থানের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর হালুয়াঘাট শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ শুক্রবার নামাজের পর উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশ শেষে সংগঠনটির সভাপতি হযরত মাওলানা নূর হোসাইন এর সভাপতিত্বে ও এবং যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইউনুছ আলী এছাড়াও হযরত মাওলানা মোকারম হোসেন, হযরত মাওলানা তাজুল ইসলাম বাশার প্রমুখ।

পরবর্তিতে সংগঠনটির পক্ষ থেকে সরকার এর কাছে ৮ টি দাবি জানানো হয়।

এছাড়াও প্রতিবাদ সভায় বক্তারা, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করা, তাদের সকল পণ্য নিষিদ্ধের পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর ইসলাম ধর্ম নিয়ে আবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমার দাবী জানানো হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর