“১০ টাকার ডাক্তার” নুরী পারভিনের জনসেবার গল্প

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Dr-Noori-Kadapa

নিউজ স্পেশাল : কিছুদিন আগে আমাদের রাজ্যে এক ডাক্তারের গল্প শোনা গিয়েছিল, যিনি এক অসহায় মুমূর্ষু মহিলার সমস্যার জন্য প্রেসক্রিপশন লিখেও নির্ধারিত ফি দিতে না পারায় সেই প্রেসক্রিপশন কেটে দেন। তখন ঐ ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার সমাজের সমালোচনায় মুখর হয়ে ওঠে নেট দুনিয়া। কিন্তু এমন ডাক্তারদের বিপরীতে ডাক্তার সমাজের অন্য কিছু চিত্রও যে আছে তা অনেকক্ষেত্রে আমদের নজরে আসে না। তেমনই এক চিত্র ফুটে চিত্রিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাদাপ্পা জেলার ডাক্তার ডা. নুরী পারভিনকে কেন্দ্র করে। যিনি আর্থিকভাবে দুর্বল সমস্ত ব্যক্তির কাছ থেকে মাত্র ১০ টাকা নেন। আর তার এই জনসেবার কারণেই তিনি আশপাশের এলাকায় এতটা পরিচিত এবং ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন যে সবাই তাকে ভালোবেসে ১০ টাকার ডাক্তার বলে ডাকেন।

তিনি এখন নিজস্ব একটি ক্লিনিক চালাচ্ছেন কাদপ্পা শহরে। সেখানে তিনি মাত্র ১০ টাকা ভিজিটিং ফি নিয়ে সবাইকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন জটিল রোগের জন্য তার কাছে আসা রোগীদেরকে শহরের খ্যাতিসম্পন্ন স্পেশালাইজড ডাক্তারদের কাছে পাঠান বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসার জন্য। তিনি মহিলাদের জন্য একটি বিশেষ সেল চালাচ্ছেন। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা পেশায় ডাক্তার নুরী পারভিন এখনও নিজের বাবার কাছে নির্দ্বিধায় হাত পাতেন নিজের প্রয়োজনীয় অর্থের যোগান জন্য এবং অবিবাহিত নুরি বলেন, বিয়ের পরেও স্বামীর কাছে থেকে নিজের প্রয়োজন মেটাতে আর্থিক সাহায্য নিতে তিনি কোনো লজ্জা বা ভীতি বোধ করবেন না। তার পরিবারের সমাজসেবা করার জন্য ওই এলাকায় ব্যাপক খ্যাতি আছে। তাই নুরী ছোটো থেকেই নিজের পিতা এবং বাবাকে অনুসরণ করার চেষ্টা করতেন। তার জনসেবার কাজ শুরু হয় যখন তিনি তার ডাক্তারি পড়া শেষ করেননি। তখন থেকেই নিজের সহপাঠীদের নিয়ে এতিমখানা এবং বৃদ্ধাশ্রম গুলোতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করে আসতেন যা তিনি এখনও করেন বলে তিনি দা হিন্দু কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান। তিনি তার বিদ্যালয় জীবনের বেশিরভাগটাই কাটিয়েছেন উর্দু মাধ্যমের বিদ্যালয়ে। তিনি এমবিবিএস পাস করেছেন ফাতিমা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স থেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর