অসমের পরিবহন মন্ত্রী সাফ জানিয়ে দিলেন, যাত্রীবাহী গাড়ি ভাড়া এখনই বাড়ানো যাবে না

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201007-WA0075

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): যাত্রী বাহী গাড়ি ভাড়া এখনই বাড়ানো যাবে না, একথা সাফ জানিয়ে দিলেন অসমের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি । যাত্রীবাহী গাড়ির ভাড়া বাড়ানোর দাবিতে সারা অসম মটর সংস্থার ডাকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ চলছে ।গতকাল অর্থাৎ মঙ্গলবার যাত্রীবাহী গাড়ি চলাচল না করায় সাধারণ মানুষ যারা অফিসে বা অন্য কোথাও প্রতিদিন যেতে হয়, তাদের হয়রানির শিকার হতে হচ্ছে ।তাছাড়া মহানগরীর যাতায়াতের একমাত্র উপায় সিটিবাস । ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে চরম ভুগান্তী পোহাতে হচ্ছে। তবে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে সরকারি অসম রাজ্য পরিবহণ নিগম এর ৬৫০ টি বাস গুয়াহাটি সহ গোটা রাজ্যে চালানো হয়েছে। মঙ্গলবার অসম রাজ্য পরিবহণ মন্ত্রীর সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা টেবিলে বসেছিল সারা অসম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। আলোচনায় কোন ইতিবাচক ফল হয়নি। করোনা পরিস্থিতিতে গত কয়েকমাস সাধারণ মানুষ প্রচন্ড আর্থিক সংকটে পড়েছেন।সাধারণ মানুষের কথা ভেবে এখনই ভাড়া বাড়ানো সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি । বিষয়টি নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আবার ও আলোচনায় বসবেন তিনি। তখন আলাপ আলোচনার মাধ্যমে এই সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিকে মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বক্তব্য, গত কয়েকমাস লকডাউনের ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে বাস মালিক, চালক, কন্ট্রাক্টর, খালাসিদের । তাছাড়া ৫০% যাত্রী নিয়ে তাদের ঠিকমত চলছে না বলে উল্লেখ করেছেন। তাছাড়া রাস্তায় সিটি বাসের অভাব পূরণ করতে এবং মানুষের দুর্ভোগ কমাতে অসম রাজ্য পরিবহণ নিগম গোটা রাজ্যে ৬৫০ টি বাস পরিষেবা দিচ্ছে। কিন্তু তাতে ও সাধারণ মানুষদের দুর্ভোগ কমছে না। অন্যদিকে বরাক উপত্যকায় এর কোন প্রভাব পড়ে নি বলে জানা গেছে । তবে ব্রহ্মপুত্র উপত্যকায় এর বিস্তর প্রভাব পড়েছে। নিত্য যাতায়াতের জন্য উলা, উবের এর মত পরিষেবা নেওয়ার মত সামর্থ্য নেই অনেকের। তাই চাকা বন্ধের জেরে হাপিয়ে উঠছেন সংস্লিষ্টরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর