জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে শিক্ষা বিষয়ক পত্র পেশ পর্যবেক্ষণ কমিটির কাছে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200811-WA0000

এনবিটিভি, নুর মোহাম্মদ খান : জাতীয় শিক্ষানীতি ২০২০ যা গত ৭ই আগস্ট কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আলোচনা ছাড়া পেশ করছে, যেটা অগণতান্ত্রিক, তার উপর জামায়াতে ইসলামী হিন্দ পর্যবেক্ষণ ও পরামর্শ পেশ করছে, আজ জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সেই পর্যবেক্ষণ ও পরামর্শ পেপার তুলে দেওয়া হলো রাজ্য সরকার কতৃক গঠিত ছয় সদস্যের পর্যবেক্ষণ কমিটির হাতে, যার মধ্যে রয়েছেন প্রফেসর (প্রাক্তন)সাংসদ সৌগত রায় , প্রফেসর সুরঞ্জন দাস উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, সব্যসাচী রায় চৌধুরী, উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সিলেবাস কমিটির চেয়ারম্যান প্রফেসর অভীক মজুমদার, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী ভারত তথ্যবিদ, শিক্ষাবিদ প্রফেসর পবিত্র সরকার৷ জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার শিক্ষা সেলের সহকারী সম্পাদক আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে এই কপি তুলে দেওয়া হয়। আজকের জামাআতের নেতৃত্ব দলে আরো ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জনাব শাদাব মাসুম সাহেব, রাজ্য জনসংযোগ বিভাগের সহকারি জনাব সুজন সাহেব প্রমূখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর