স্কুল খোলার দাবীতে বিডিও-কে ডেপুটেশন বাম সংগঠনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ডেপুটেশন বাম সংগঠনের।
ডেপুটেশন বাম সংগঠনের।

মুর্শিদাবাদ, জৈদুল শেখ, এনবিটিভিঃ  রেষ্টুরেন্ট থেকে শপিংমল খোলা সবকিছু শুধু বন্ধ স্কুল। প্রায় দুই বছরধরে বন্ধ স্কুল। অনিশ্চিত ভবিষ্যৎ স্কুল পড়ুয়াদের। তারই প্রতিবাদে জায়গায় জায়গায় প্রতিবাদে নেমেছেন বিশিষ্টজনেরা।

আর সেই স্কুল বন্ধের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সালার অঞ্চলের প্রাইমারি, মাধ্যমিক, যুব ও ছাত্র বামসংগঠন একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিল সালার বিডিও-র কাছে।

বাম সংগঠনের দাবী, অবিলম্বে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। তাদের কথায়, অনেক মেলা খেলা হয়েছে এবার স্কুল খুলে দেওয়া হোক। স্কুল বন্ধের জন্য স্কুল ছুটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পড়াশোনার মান তলানিতে গিয়ে ঠেকেছে। বেশির ভাগ ছাত্রছাত্রী দের অনলাইনে পড়ার মতো সুযোগ সুবিধা নেই, তাই অবিলম্বে স্কুল কলেজ খোলা জরুরী।

তাদের কথায় এর আগে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে স্কুল চালানোর প্রস্তাব তারা দিয়েছিলেন কিন্তু সরকার কর্নপাত করেনি। তাই তারা এই পথ বেছে  নিতে বাধ্য হয়েছেন। তবে সরকারের তরফ থেকে এখনও স্কুল খোলার ব্যাপারে কিছু নোটিশ জারি করা হয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর