UP বিধানসভা নির্বাচনে মিম লড়াই করলে বিজেপির সুবিধা হবে : অভিসার শর্মা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210624_160509

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশে আগামী বছর পাঞ্জাব, মনিপুর, উত্তরাখণ্ড এবং গোয়ার সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। তবে এবারও মিমকে অনেকে ধর্ম নিরপেক্ষ দলগুলোর জন্য হুমকি বলে মনে করছেন বরাবরের মতো। এবার সেই দলে নাম লেখালেন বিশিষ্ট সাংবাদিক অভিসার শর্মা। নিজের ইউটিউব শো বেবাকে তিনি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মিমের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মিম নির্বাচনের ময়দানে নামলে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় মেরুকরণে সুবিধা হবে বিজেপির। ফলে বিজেপি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে।

 

এই সময় উত্তর প্রদেশে বিজেপি ব্যর্থ করোনা নীতির কারণে রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেকটাই হারিয়ে ফেলেছে। তাই বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে বিজেপিকে হারানো খুব কঠিন হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে মিম আসরে নামলে বিজেপির সুবিধা হবে বলে মনে করেন এই সাংবাদিক। তিনি বলেন, যদিও বিজেপির সাহায্য নিয়ে মিম যে রাজনীতি করে এর কোনো প্রমাণ নেই কিন্তু মিম নির্বাচনে লড়াই করলে বিজেপির মেরুকরণ করতে সুবিধা হবে। ফলে তারা আগে ক্ষমতায় ফিরে আসবে। তিনি নিজের মতামতের সপক্ষে যুক্তি স্বরূপ বলেন, হায়দ্রাবাদ পৌর নির্বাচনে বিজেপি একেবারে শূন্য থেকে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছিল শুধু মাত্র মিমের বিরোধিতা করেই। এছাড়াও তিনি মিমের রাজনৈতিক কর্মসূচিতে অর্থের যোগান কথা থেকে আসে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন। তবে উত্তর প্রদেশে গত পঞ্চায়েত নির্বাচনে মিম বেশ কিছু আসন লাভ করায় তারা এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই যে সব প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের থেকে আবেদন পত্র আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর