ISI এবং জঙ্গিদের সাহায্য করা NIA অফিসারকে পুরস্কার দেয় মোদি সরকার, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

modi3_1200x768

নিউজ ডেস্ক : স্বঘোষিত দেশপ্রেমিক মোদি সরকারের দ্বারা জাতীয় স্তরের পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন NIA অফিসার অরবিন্দ দিগ্বিজয় নেগিকে দেশের গুরুত্বপূর্ন নথি ISI এবং জঙ্গিদের কাছে ফাঁস করার অভিযোগে গ্রেফতার করল NIA। গত শুক্রবার তাকে তার নতুন দিল্লির বাড়ী থেকে গ্রেফতার করে NIA এর তদন্তকারীরা। তিনি বর্তমানে সিমলার পুলিশ সুপারের পদে অধিষ্ঠিত ছিলেন। তার বাড়ি থেকে সন্দেহজনক নথি উদ্ধারের পর তাকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা। তিনি লস্কর ই তৈয়বার ওভারগ্রাউন্ড এজেন্টদের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি ফাঁস করতেন বলে জানা গিয়েছে। তার সরবরাহ করা নথি LeT কে দেশের বিভিন্ন জায়গায় নাশকতা চালাতে সাহায্য করেছে বলে মত তদন্তকারীদের।২০১৬ সালে হিমাচল প্রদেশ ক্যাডারের এই অফিসার আইপিএস পদমর্যাদায় উন্নীত হন। ২০১৭ সালে তাকে মেরিটোরিয়াস সার্ভিসের জন্য পুরস্কারের ভূষিত করে মোদি সরকার।তিনি ঠিক কতদিন থেকে এই কাজ করছেন এখনও তা জানা যায়নি। তবে NIA এর প্রাক্তন এই অফিসার যেভাবে সংস্থার তদন্ত বিভাগের দায়িত্বে থেকে জঙ্গিদের কাছে গোপনীয় নথি ফাঁস করতেন তা জানার পর উদ্বেগ বেড়েছে সংস্থাটির অভ্যন্তরে। তার সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে আরো ৬ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর