মানকিপক্স: জরুরী অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

13WELL-MONKEYPOX-VACCINE1-videoSixteenByNine3000

একদিকে দেশে ঊর্ধ্বমুখী করোনা। তারপর আবার মানকিপক্স।

এবার এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় সমগ্র বিশ্ব জুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই ইস্যুতে নিয়ে সংশ্লিষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক জরুরি বৈঠক হয়।তারপরেই এই ঘোষণা করা হয়। ‘

হু’ জানিয়েছে, এই রোগ-এর সম্ভাব্য মহামারি ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

এমনকি এর সংক্রমণ পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে দেখছে। কারণ বিশ্বের ৭৫টিরও বেশি দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেই হু সূত্রে খবর।তবে সঠিক কৌশলের মাধ্যমে মানকিপক্স এর প্রাদুর্ভাব মোকাবিলা করা যেতে পারে বলে মনে করছে হু।

উল্লেখ্য, মানকিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।


তবে ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম। তবে কোনো পশুর সংস্পর্শে এলে এটি হতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর