বাউল মঞ্চের শীলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল অন্ডালের উখড়া গ্রামে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মঞ্চের শীলান্যাসের মুহূর্ত।
মঞ্চের শীলান্যাসের মুহূর্ত।

এনবিটিভি, পশ্চিম বর্ধমান: বাউল মঞ্চের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের উখরা গ্রামে। শীলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ এবং এলাকার পঞ্চায়েত সভাপতি রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। শিবগড় এলাকার পড়ে থাকা সরকারী জমিতেই শীলান্যাস করা হয়। যে জায়গায় মঞ্চ তৈরি হবে ওইদিন ওই জায়গায় ভূমি পুজো করা হয়। এরপর মাটি কেটে ও নারকেল ফাটিয়ে করা হয় শিলান্যাস।

ওই অঞ্চলের পঞ্চায়েত সভাপতি রাজু মুখোপাধ্যায় বলেন, “এই অঞ্চলের লোকেদের বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি দাবী ছিল বাউল মঞ্চ তৈরি করার। তাদের কথার মান্যতা দিয়েই এই শিলান্যাস। তিনি বলেন মঞ্চটি তৈরি হবে পঞ্চায়েতের তহবিল থেকে। মঞ্চটি তৈরি হতে কতদিন সময় নেবে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন ৬ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

এই অঞ্চলের অন্যতম লোক সংস্কৃতি হলো বাউল গান। তাই প্রতি বছর বাউল অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার হবে এই মঞ্চ, মত স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা অরুণ কুমার দাস ও শ্যামাপদ পাত্ররা জানান, ঝুলন মেলায় বাউলের আসর বসতো। মঞ্চ না থাকায় খুব অসুবিধা হতো। অবশেষে তাদের দাবী পূরণ হওয়ায় তারা খুশি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর