তৃণমূল যুব কংগ্রেসের কর্মীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ কুলটিতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201101-WA0013

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল: গত ২৮ অক্টোবর তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আপার কুলটির বাসিন্দা চন্দন শর্মার আত্মহত্যার ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, যে চন্দন শর্মার আত্মহত্যার সঙ্গে বিজেপির সন্ত্রাস জড়িয়ে রয়েছে। চন্দন শর্মার আত্মহত্যার পর কুলটি থানায় চার জনের নামে অভিযোগ করা হলে, কুলটি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তিনজন কে গ্রেফতার করার পাশাপাশি একজন পলাতক।

এই ঘটনার জেরে রবিবার সকালে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জির নেতৃত্বে এক বিক্ষোভ প্রদর্শন দেখায় সাথে ৫ জন প্রতিনিধি থানার আধিকারিককের সাথে দেখা করে স্বারকলিপি হাতে তুলে দেন।

বিক্ষোভ শেষে যুব ব্লক সভাপতি বলেন যে বিজেপির কিছু নেতা আমাদের কুলটিতে বিভিন্ন জিনিস নিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে। আর সেই সন্ত্রাসের বলি হল আমাদের এক কর্মী। চন্দন শর্মার আত্মহত্যার ঘটনায় পুলিশ চার জনের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু একজন এখনোও অধরা। তারি প্রতিবাদে আজ আমাদের থানার সামনে এই বিক্ষোভ প্রদর্শন। থানার আধিকারিক আশ্বাস করেন যে পলাতক অভিযুক্তকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর