কোপা ফাইনালে রেফারি নিয়ে বিতর্ক, ইউরো ফাইনাল পরিচালনা করবেন বিশ্বের সব থেকে দামী রেফারি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210711_162054

নিউজ ডেস্ক : কোপা কাপের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছে। ব্রাজিলের কোচ থেকে ক্যাপ্টেন রেফারির বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সাম্বা কোচ তো ব্রাজিলের হারের জন্য একমাত্র দায়ী হিসেবে রেফারির পক্ষপাততুষ্ট সিদ্ধান্তকেই। তবে তেমন সম্ভাবনা দেখা যাবে না আজ রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত হতে চলা ইউরো ফাইনালে। হ্যারি কেইনদের ঘরের মাঠ ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাচ রেফারি বিয়র্ন কুপার্স। অনেক বড় বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এই রেফারির অন্য একটি বিশেষত্বও রয়েছে। বলা হচ্ছে, পৃথিবীর ধনীতম রেফারি হলেন এই কুপার্স। ২০১৬ সালেই এই ডাচ রেফারির সম্পত্তির পরিমাণ ছিল ১১.৫ মিলিয়ন পাউন্ড।

 

নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বহুল পরিচিত জাম্বো কুপার্স নামক সুপার মার্কেট চেনের সহ প্রতিষ্ঠাতা তিনি। নিজমেগেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তার ডিগ্রিও রয়েছে। ২০১৬ নেদারল্যান্ডসে দেশের সেরা জাম্বো ফ্র্যাঞ্চাইজি হিসেবে তার সংস্থাকেই আখ্যা দেয়া হয়েছিল। রেফারি হিসেবে তাকে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে দেখা গিয়েছিল ২০০২ সালে। এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচটাও পরিচালনা করেছিলেন ৪৮ বছর বয়সী কুপার্স। আবার ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তিনি। ইউরোর ফাইনালে প্রথম ডাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। উয়েফা আয়োজিত প্রতিযোগিতায় রেফারিং করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে কুপার্সের। মোট সাতটি উয়েফা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করেছেন। এর মধ্যে আছে দুটি ইউরোপা লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর