ইংরেজবাজার ব্লকের জল নিকাশি ব্যবস্থা পরিদর্শনে বিধায়ক, ব্লক বিডিও ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200623-WA0006

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি:
ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জহরপুর গ্রামে বেহাল নিকাশি ব্যবস্থা পরিদর্শন করলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সঙ্গে ছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।

উল্লেখ্য, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে এই গ্রামের বেশ কিছু এলাকা। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই খবর পাওয়ার পরই মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান বিধায়ক। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেন তিনি। তড়িঘড়ি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন বিধায়ক এবং বিডিও। এই বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, বুধবার ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে গিয়ে দেখবে কি কারনে বৃষ্টির জল জমে যাচ্ছে এলাকায়। সেই জল কোন পথে বের করা হবে সেটিও খতিয়ে দেখবেন তারা এরপরই পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা রাখছেন এই সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর