চুয়াডাঙ্গা দর্শনা কেরু চিনিকলে জৈব সার: উধাও : ফার্ম ম্যানেজার বদলি : ২ জন বরখাস্ত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_740379120071758

মোঃ রেজাউল ইসলাম, রিপোর্টার, এনবিটিভি।

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের বেগমপুর কৃষি খামারে প্রায় ১০০ বস্তা জৈব সার উধাও। হিসেবে গরমিল থাকার অভিযোগে মিলের ফার্ম ম্যানেজার কৃষিবিদ আমিনুল ইসলামকে রংপুর চিনিকলে বদলি ও বেগমপুর কৃষি খামার ইনচার্জ কায়েস আব্দুল হককে সাময়িক বর্খাস্ত ও করনীক সোহেল রানাকে বরখাস্ত করা হয়েছে।

দর্শনা কেরু চিনিকলের ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ সাহাবুদ্দীন আহমেদ সোমবার (২২ জুন) সাংবাদিকদের জানান গত ১৩ জুন মিলের আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক খামার থেকে ১০০ বস্তা জৈব সার বেগমপুর কৃষি খামারে নেয়ার জন্য অফিস কতৃপক্ষ আদেশ দেয়, যে সার গুলো ইনচার্জ কায়েস আব্দুল হক উপস্থিত থেকে বুঝে নিয়েছিল । কিন্তু ঐ সার সময় মত খামারে না পৌঁছিলে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তা হিসেবেও গরমিল দেখা দিলে সন্দেহাতীত ভাবে কতৃপক্ষ তাদের বিরুদ্ধে এই ব্যাবস্থা গ্রহন করেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর চেয়ারম্যান শ্রী সনত কুমার সাংবাদিকদের বলেন বদলি সহ অন্যান্য বিষয় গুলো চলমান প্রক্রিয়া, যে কোন সময় যে কেউ বদলি বা সাসপেন্ড হতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর