নাটোরের জেল সুপারের বিরুদ্ধে রমরমা ক্যান্টিন বাণিজ্যের অভিযোগ।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_291135648689747

শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোর জেলা কারাগারের প্রধান ফটকে বড় বড় অক্ষরে লেখা
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ বাক্যটি এখানে শুধুই শ্লোগান। আসলে অনুসন্ধানে পাওয়া গেলে তার উল্টো চিত্র। এই কারাগারে যার যত বেশি প্রভাব, সে তত বেশি প্রভাবশালী। আর যাদের প্রভাব নেই তাদের হতে হয় সাজাপ্রাপ্তদের নির্যাতনের শিকার। তবে কারাগারের বাইরে এসব ঘটনা সহসা প্রকাশ করেন না কেউ। কারণ বেশির ভাগ হাজতি বিভিন্ন প্রকার অপরাধী হওয়ায় তাদের বারবার যেতে হয় কারাগারে। তবুও সদ্যকরামুক্ত অন্ততঃপক্ষে ২০ জন ব্যক্তি জানান, নাটোর কারাগারের বর্তমান চালচিত্র ।যা দেখে মনে হয়েছে ,আলোর পথ দেখানোর নামে তারা বন্দী ও হাজতীদের অন্ধকার পথেই নিয়ে যাচ্ছে ।

নাটোর জেলা কারাগারে টাকা আছে যার কারাগার বাসা তাঁর। কারাবন্দিদের নিন্মমানের খাবার, ক্যান্টিনে গলাকাটা দাম নিরাপত্তার দোহায় দিয়ে বাসা থেকে আসা থেকে আসা খাবার-দাবার এবং পরিধেয় পোষাক কিছুই নিতে দেয়না কারা কর্তৃপক্ষ। বাজার দরের চেয়ে দ্বিগুন তিনগুন দামে খাবার এবং জামা কাপড় কিনতে হয় কারাগারের ক্যান্টিন থেকে। জেলা কারাগারে প্রতিদিন মোটা অঙ্কের টাকা আদায়ের অনেকগুলো খাতের মধ্যে একটি হলো… কারা ক্যান্টিন। টাকা জমা দিয়ে ক্যান্টিন থেকে পছন্দমতো খাদ্যদ্রব্য ক্রয় করেন কারাগারের ভেতরের বন্দিরা। কিন্তু নাটোর জেলা কারা ক্যান্টিনে যে দামে জিনিসপত্র বিক্রি করা হয়, আর কোথাও এতো দামে জিনিসপত্র বিক্রি হয় না। দাম শুনলে সাধারণ মানুষ অবাক হবেন। পাঁচ থেকে দশগুণ বেশি দামে কারা ক্যান্টিনে খাদ্যদ্রব্য বিক্রি করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর