অবাস্তব ভূতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ জনগন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_2690720974508476

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ

পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির তৈরি করা জুন মাসের বিদ্যুৎ বিলের প্রতি সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেছেন। জুন মাসের বিদ্যুৎ বিলের সাথে পূর্ববর্তী মাসগুলোর বিলের কোনো মিল নেই। অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যুৎ বিল অনেক বেশি লেখা হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ জনগন।

কোনো কোনো পরিবারে যেখানে নিয়মিত ৩শ থেকে ৪শ টাকা বিল হতো সেখানে এবার এসেছে ৮শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। প্রায় প্রতিটি মিটারের বিলেই এমন অসামঞ্জস্যতা ফুটে উঠেছে। এমনকি বকেয়া বিদ্যুৎ বিলও ৩০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য পল্লীবিদ্যুৎ সমিতি থেকে তাগিদ দেয়া হয়েছে।

সাধারণ মানুষের সাথে কথা বলে যানা গেছে, তারা বাড়তি বিদ্যুৎ বিল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। করোনার এ পরিস্থিতিতে এমনিতেই তারা আর্থিক সংকটের মধ্যে আছে।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বক্তব্য হচ্ছে, ‘যা হয়ে গেছে তা এখন সংশোধন করার সুযোগ নেই। করোনা পরিস্থিতির কারনে বাড়ি বাড়ি গিয়ে রিডিং সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই একটি গড়পড়তা হিসেব করে বিল প্রস্তুত করা হয়েছে। পরবর্তী মাসের বিলে বাড়তি এ বিল সমন্বয় করা হবে।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর