আসানসোলের কুলটির ভুতের গ্রামে কোজাগরী লক্ষী পুজোর আয়োজন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201031-WA0016

এনবিটিভি ডেস্ক, আসানসোল, ৩০ অক্টোবর: আসানসোলের কুলটির বেনাগ্রামেও ধুমধাম করে শুরু হয়েছে লক্ষ্মী পুজো। সারাবছর ধরে একলা পড়ে থাকে বেনাগ্রাম। শোনা যায় ভূতের ভয়ে নাকি গ্রাম ছেড়ে চলে গিয়েছেন গ্রামবাসীরা। তবে গ্রামের মানুষের দাবি তাঁরা গ্রাম ছেড়েছেন অনুন্নয়নের জন্য। ভিটে মাটি ছাড়া মানুষগুলো একরাতের জন্য গ্রামে ফিরে আসেন। একরাত পুজো করেন ও ফের সকালে ফিরে যান। এবারেও বেনাগ্রামের বাসিন্দারা পুজোয় মেতে ওঠেন একরাতের জন্য। এবছর লক্ষ্মী পুজোর দায়িত্ব রয়েছে সুবল মাজির ওপর। তিনি বলেন গ্রামের জেনারেটারের আলো জ্বালিয়ে মণ্ডপ বেঁধে পুজো করা হয়েছে। তবে অন্য বছর যেখানে ৩০০ লোকের খাওয়া দাওয়ার আয়োজন থাকে এবার কোভিড পরিস্থিতির জন্য ১০০ র বেশি লোকজন হবে না। তবে পুজো আর্চা হবে নিয়ম মেনেই। একরাতে পুজো করে, খাওয়া দাওয়া করে ভোররাতে আমরা ফের ফিরে যাবো নিজে নিজের ঘরে। গ্রাম পড়ে থাকবে শুনসান হয়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর